Showing posts with label String Algorithm. Show all posts
Showing posts with label String Algorithm. Show all posts

Saturday 10 June 2017

প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম

প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম কম্পিউটার সায়েন্সে খুবই গুরুত্বপূর্ণ।আমরা যখন ডাটাবেসে বা ওয়েব ব্রাউজারে স্ট্রিং সার্চ করি তখন সার্চ রেজাল্ট দেখানোর জন্য এই অ্যালগরিদম ইউজ হয়।একটা বেসিক প্যাটার্ন ম্যাচিং প্রবলেম হলঃ একটা টেক্সট স্ট্রিং এবং প্যাটার্ন স্ট্রিং দেওয়া থাকবে,খুঁজে দেখতে হবে টেক্সট স্ট্রিং এর মধ্যে প্যাটার্ন স্ট্রিং টা আছে কি না।এই প্রবলেম টা "The needle in a haystack problem" নামেও পরিচিত।

Naive Approach:

Naive method টা হল straightforward।টেক্সট স্ট্রিং এর প্রতিটা পজিশনকে প্যাটার্ন স্ট্রিং এর শুরুর পজিশন বিবেচনা করে দেখতে হবে ম্যাচ পাওয়া যায় কি না।